|
সব স্বপ্ন পূরন
হয় না। তবু মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। দশ বছর
আগে এমনি একটি স্বপ্ন থেকে বেশ কয়েকজন উদ্যোমী তরুণদের নিয়ে গড়ে
উঠেছিল শিশু প্রতিভাবিকাশ কেন্দ্র।
বিশ্বায়নের হাওয়া
যখন সারা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে হিরহির করে শহর থেকে গ্রামে
ঢুকে যাচ্ছিল; প্রত্যন্ত গ্রামের এ তরুনেরা বুঝতে পেরেছিল পণ্য
সভ্যতার এ হাওয়া দেশজ সংস্কৃতিকে দুমড়ে মুচড়ে
‡`‡e| পাশ্চাত্য সভ্যতার
G দাপটকে অস্বীকার করার আর সুযোগ নেই।
বৈষয়িক
বিকিকিনিতে সব কিছু আজ পণ্য। শিক্ষাও সে দৌড়ে পিছিয়ে নেই। কোচিং
সেন্টার / ট্রেইনিং সেন্টারগুলো আজ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছি।
বড় বড় মগজগুলো
দৌড়াচ্ছেন সেগুলোর উৎকর্ষ সাধনে। অভিযোগ, '.......দেশে মেধা বিকাশের
সুযোগ নেই' ।
শিশু
প্রতিভাবিকাশ কেন্দ্র এতো আয়োজনের বিপ্রতিপে নিতান্তই অতি ক্ষুদ্র
প্রয়াস। শিশু প্রতিভাবিকাশ কেন্দ্রের শিশুরা এগুলোকে
ব্যবচ্ছেদ করতে চায় মাত্র। এরই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে
নতুন মাত্রা পেলো শিক্ষা বিষয়ক এ ওয়েবসাইটটি। একে বাঁচিয়ে রাখা কিংবা
বিকশিত করার দায়িত্ব আজ 'আপনাদের' যেন এটি বনশাই
এর অবয়ব না পায়। |